সবাই আমায় মুখে মুখে
শুনাই প্রমোদ বাণী,
বিপদক্ষণে কেউ বাড়াই না
মুঈন হস্ত -খানি।


বন্ধু -আপন পরিচয়ের
বিপদ কষ্টিপাথর,
নাহি থাকে পাশে তখন
হয় যে যখন কাতর।


প্রত্যুষেরি দ্বীপ্তিক্ষণে
থাকে সবাই পাশে,
ঘোর আঁধারে হটে সবেই
থাকে পিছে পিছে।


আপন বলতে কেউ না পাই
তিক্ত দুনিয়ায়,
আপন আছে আমার সবাই
মধু-মিষ্টি ধরায়।


ত্রিভুবনের বাস্তবতা
বুঝা বড় দায়,
তাই তো বিপদ সন্নিকটে
আপন নাহি পায়।