মা যে আমায় খোকা বলে
ডাকতো আদর করে,
বেচইন মন থাকতো সদা
আমার দিকে পড়ে।


হুচোট খেয়ে পড়ে গেলে
নিত মায় যে তুলে,
ধূলি-বালি সব মুছিয়ে
স্নাত করতো কোলে


আমায় নিয়ে মায়ের স্বপ্ন
সুন্দর জীবন গড়া,
শৈশবতে পাঠায় আমায়
করতে লেখা-পড়া।


আমি হবো সুবোধ ছেলে
মায়ের বড় স্বপ্ন,
নিজে গড়বো, গড়বো সমাজ
করবো জীবন ধন্য।


মায়ের কাছে এখনও আমি
সে-ই শৈশবেরি দুলাল,
দুহাত তুলে প্রভূর তরে
করে দোয়া কামাল।