বছর ঘুরে সবার দ্বারে
এলো কুরবানী,
সামর্থবান করবে তাহা
চির সত্য বাণী।


স্বতঃসিদ্ধ একটি বিধান
আমরা তাহা জানি,
তাইতো মোরা যারা ধনী
একে প্রাণে মানি।


ধনী- গরীব সবাই মিলে
করবো খুশির ঈদ,
পরস্পরে রাখবো না কেউ
কারো প্রতি জিদ।


খুশিচিত্তে তৃপ্তিকারে
খাবো মজার গোস্ত
প্রার্থনা মোর প্রভুর তরে
থাকি যেন সুস্থ।


গোস্ত ভুনা পিঠা সেমাই
খাবো কত কিছু,
দিলাম দাওয়াত আমার বাড়ি
থাকবে না কেউ পিছু।