শ্বাশত বিধান প্রভূর
আছে লেখা মৃত্যু,
নাহি আছে কারো রেহাই
আছে যত জন্তু।

মরণেরি পেয়ালা রে ভাই
পান করিবে সবে,
যাবে শুধু তুমি একা
থাকবে সবেই ভবে।

মায়াভরা এ দুনিয়া
থাকার জায়গা নয়,
মরণ এসে ধরবে তোমায়
সবই হবে ক্ষয়।

বাহাদুরি সিনাজুরি
যত কর তুমি,
মরণ তোমায় করবে বাধ্য
ছাড়তে এই যে ভূমি।

যাদের তুমি আপন ভাবো
সবাই হবে পর,
থাকবে তুমি একা একা
হইবে কবর ঘর।