শত কষ্ট নিয়ে আমি,চলছি একা -একা
কেউ জানেনা মনগহীনে,কী আছে আঁকা।


অশ্রু ঝরে বলতে গেলে, আমার মনের কথা
কেউ শুনিলে অবাক হয়ে, ঘুরে যাবে মাথা।


চাঁপা দিয়ে বুকের মাঝে,চলি হাসি-খুশি
অপ্রয়োজনে কারো সাথে,মিলি না তেমন বেশি।


মনগহীনে পোষণ করি, অনেক কিছু হবার
পিছু নিয়ে সবাই আমার, দেয়না কিছু করার।


নিরন্ন বলে সবাই আমায়, করে  দূর-দূর
সুযোগ পেলে আবার কেহ ,চালাই ধারালো খুর।


চাই না কারো সঙ্গ আমি, চাই না ভালবাসা
চলবো আমি এবার একা, করতে পূরণ আশা।