বাবা তুমি কেমন আছো
নাহি আমি জানি,
কষ্ট শত আছে বুকে
পায় যে মনে গ্লানি।


বাবা তুমি আমার থেকে
আছো বহু দূর
কোকিল কণ্ঠে নাহি শুনি
মা বলিবার সুর।


শূন্য  কেবল হবে বাবা
পূর্ণ তোমার দ্বারা,
তুমি আমার জীবন পথে
আলোকবর্তি সাড়া।


সুখ আমোদে থাকতে মোদের
বিদেশ দিলে পাড়ি,
তোমার জন্য চিত্ত কাঁদে
মনটা থাকে ভারি।


শান্তি রহম কর প্রভু
আমার বাবার প্রতি,
ধৈর্য্য করে থাকি যেন
নিয়ে তাঁহার স্মৃতি।