চলার পথে নানান দিকে
দেখি বহু কিছু,
সব এড়িয়ে নিথর হয়ে
থাকি পিছু পিছু।


ব্যথা লাগে এসব দেখে
বলার কিছুই নেই,
নিরব দর্শক এখন আমি
     ঝুঁপটি মেরে রই।


বললে কেহ বেজার হবে
     পাবে মনে কষ্ট,
হয়ে শত্রু তখন তাঁরা
দেখাবে বড় ধৃষ্ট।


নিরব আছি এটাই ভালো
হুজুম থেকে দূরে,
নচেৎ তাঁরা হয়ে  আ'দুউ
আমায় খাবে খুড়ে ।