আমি চলে যাচ্ছি!
কালবৈশাখী আমি চলে যাচ্ছি
আমি হারিয়ে যাচ্ছি গোধূলি।
চলে যাচ্ছি কৃষ্ণচূড়া ফুল।


সীমাহীন ভালোবাসায় ছুঁয়ে যাওয়া এক জোড়া হাত,
আমি চলে যাচ্ছি।
আমি হারিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি
হেরে গিয়ে বেঁচে যাচ্ছি।


জ্বলজ্বল করে উঠা তনু জোড়া,
আমি ডুবে যাচ্ছি।
হারিয়ে যাচ্ছি হাতে হাত রাখা বিকেল,
চলে যাচ্ছি অভিমান,
চলে যাচ্ছি প্রেম।


এই যে হারিয়ে যাচ্ছি,
কাঁদবে কালবৈশাখী, গোধূলি , কৃষ্ণচূড়া।
বুকে জমে থাকা দীর্ঘশ্বাস ছাড়বে
রক্তবর্ণ আকাশ, সবুজ মাঠ, মেঠোপথ।


তবুও আজ আমি চলে যাচ্ছি
পেছনে ফিরে দেখছি না আর
আমি হারিয়েই যাচ্ছি চৈত্রের আকাশ।
চলে যাচ্ছি বসন্তের বিকেল,
চলে যাচ্ছি।