তোমায় কি স্পর্শ করে না
রাতের নীরবতা ?
তোমার কি মনে পড়ে না
সেই ফেব্রুয়ারীর কথা?


আচ্ছা কেনো ফেব্রুয়ারিতে বসন্ত আসে?
কেনো এত সমারোহ করে প্রকৃতি সাজে?


তোমার কি মনে পড়ে?
সেই ফেব্রুয়ারীর কথা?
দুটো গাছে ফুটে উঠা
দুটো প্রসূণের কথা?
সেগুলো আজ কেবলই
বইয়ের ভাজে রাখা মৃত শুকনো ফুল!


আচ্ছা ফেব্রুয়ারী কি
মাটি নিয়ে খেলতে শেখায়?
এক খণ্ড মাটি নিয়ে,ইচ্ছেমতন গড়ে
আবার ভাঙতে শেখায়?
হয়তো শেখায়!
কারণ ফেব্রুয়ারী,
ভালোবাসতে শেখায়।


তোমার কি মনে পড়ে,
ফেব্রুয়ারীর দীর্ঘ রাতগুলোর কথা?
আমাদের জন্য যথেষ্ট দীর্ঘ ছিলো না!


আচ্ছা?
তোমায় কি সত্যিই স্পর্শ করে না?
রাতের নিরবতা ?
তোমার কি সত্যিই মনে পড়ে না?
সেই ফেব্রুয়ারীর কথা?