প্রানে জাগে স্পন্দন
করে দেই চুরমার,
যতসব জঞ্জাল
ঘিরে আছে সমাজে।


নৃশংস বিভৎস কাপুরুষোচিত কর্ম,
হত্যা-লুন্ঠনে টেনে আনে ধর্ম।
হামলার মামলা টানাটানি বেশ!
বিচারের কার্যাদি
হবে ধীরে শেষ।


ধর্ষণ, রাহাজানি চলছেই দুর্বার
করে সব শয়তান-বর্বর জানোয়ার।
আজ তুমি, কাল কেউ
হবে শুধু সমাচার!
কয়েকদিন হাঁক-ডাক
অপরাধী পালাবার।


দুর্নীতি, লুটপাট, অবিরাম চলছে
কালো হাতে মুষ্টিবদ্ধ
টাকাগুলো বলছে,
শ্রমিকের কষ্টের, ঘামে আমি প্রাপ্ত,
পায়াভারী হয়ো না,
হবে অভিশপ্ত।


রুখে দাও, দূর করো
আছে যত পাপাচার !
এ সমাজ সইবেনা
আর কোনো অনাচার।