ঘন আধারে নিস্তব্ধ আকাশ,
দৃশ্যমান চাঁদের আজ
নেই কোন আভাস।
জোনাকির ছন্দময় আলোয়
গোরস্থানের এক পাশে,
অস্তিত্ব আমার দৃশ্যমান।
দাঁড়িয়ে থাকতে চাই এভাবে অনন্তকাল,
যতদিন না অনুভব করবে আমায়।
তোমার না রাতের আকাশ দেখার শখ!
তোমার না তারকারাজির মিটি মিটি আলো,
খুব কাছ থেকে দেখার শখ!
দেখে নিতে পারো রাতের আকাশ , আমার চোখের তারায়।
আমার চারপাশের জোনাকির মিটি মিটি আলো দেখো, যা আকাশের তারকারাজিকেও হার মানায়।
চাঁদ নেই আকাশ রংহীন,
কি হয়েছে তাতে!
অনুভব করো আমি সেই আকাশ,
যার বিশালতা আকাশের মত বাহ্যিক নয়,
হৃদয়ের গভীরতায় বিস্তৃত।
আকাশের চাঁদ কালো মেঘে
হারাতে পারে,
কিন্তু হৃদয়ের চাঁদরূপ ভালোবাসাকে
প্রাণনাশ ছাড়া নিশ্চিহ্ন যে অসম্ভব!
কিন্তু আমি যে এখন শুধুই প্রাণ, কিন্তু ভালোবাসা!
তার জন্য
গুনছি এক এক জ্যোৎস্নাহীন রাত ,
আমার এইপথে তোমার আগমনের অপেক্ষায়।