চিত্রা তুমি অবেলায় এলে
গোধূলি সবে পড়লো ঢাঁকা
হলদে আলোয় তিমির আভাস,
আঁকাবাঁকা পথ ও ছিলো ফাঁকা!
মনে আছে গাঁয়ের বটতলে
বাঁশি বাজাতাম সেই সুর তুলে
যে সুরে তুমি আসতে পথে
বাতাসের গতি পাল্লা দিয়ে!
একসাথে সেদিন বান্নিঘাটে
মনে পড়ে রঙিন চুড়ি হাতে
কথা দিয়েছিলে পাশে রবে তুমি,
অদৃষ্ট শত যন্ত্রণাতে!


আজও সেই পথে চেয়ে থাকি আমি
হাতে সাদা ফুল গোলাপ নিয়ে,
আসবে কি তুমি আমায় ডাকি
নিদারুণ কন্ঠে প্রেম নিবেদনে!


বেলা শেষে দিন গড়িয়ে যখন
আঁধার রাতে চোখ হারায়,
দুঃস্বপ্নেরা তাড়া করে পিছু
দেখি এই বুঝি আমি তোমায় হারাই!
কেঁপে উঠে আমি দেখি চারিপাশ,
মরুৎ গায়ে স্পর্শ দিয়ে
বুঝিয়ে দিয়েছে মরণ আভাস।


তবে আজ কেন তুমি আসলে চিত্রা
চিরচেনা সেই গোলাপ হাতে!
যখন রইলো না
আমার প্রাণ স্পন্দন
অপেক্ষার এই সমাপ্তিতে।