আজ উন্মাদ আমি নিদারুণ,
আমি যে আত্মহারা!
নিজেকে পাইনা আগের মত
আর উল্লাসে মাতোয়ারা!


গগনে পবনে গর্জিত হত
যার কম্পিত ধ্বনি অর্ঘ্য,
আজ শূন্য আমার পুণ্য
আমি হারিয়েছি তাহলে স্বর্গ!


আমি অবাধ আমি দুর্বার
করি না ক ভয় মর্ত্যে,
আমি তৃণজ্ঞান করি
ঈমান বিরোধী নাস্তিকতার গল্পে।


অযাচিত দুঃখ ক্লেশে ক্লান্ত আমি সবে,
আমি ই কারণ, আমি ই বারণ,
তাই পাইনা সাড়া রবে।


আজ নতুন করে চাই ফিরতে
উষসী এই ধরায়,
চলতে চাই সৃষ্টির পথে
অপশক্তি যেনো হারায়।