লক্ষ-কোটি তারা ও নক্ষত্রোয় সাজানো মহাকাশ
প্রতিদিন যাচ্ছে শোনা নতুন গ্রহের আভাস,
এক গ্রহ থেকে আরেক গ্রহ কয়েক’শ আলোক বর্ষের সমান
মনে খটকা লাগে দেখে, মাথার উপর ঝুলন্ত আসমান।


প্রতিনিয়ত দিন শেষে রাতের আগমন
অবাক বিস্ময়ে কি যেন খুঁজে আমার গুপ্তচর মন,
আলকিতো রজনীর জন্য, দ্বীপ্তিময় সূধাকর
কি আশ্চর্য! ওকেও আলকিতো করে প্রভাকর।


মেঘের উপর দিয়ে দিব্বি ছুটে চলেছে মানুষ
মনে হয় উম্মাদ, নেই ওদের কোন হুশ,
ছুটে চলেছে ওরা গ্রহ থেকে গ্রহান্তরে
তবুও শূণ্যতা বোধ হয়, প্রতিটিক্ষণ অন্তরে।


ওবাক বিস্ময়ে তাকিয়ে থাকি উড়ন্ত পাখির দিকে
উচাটন মন উড়তে চায় হয়ে বাবুই,চুড়ুই অথবা ফিঙ্গে,
হাজারো সুন্দর প্রানি আর গাছপালায় সাজানো এ ধরা
সৈকতে দাড়িয়ে সমুদ্র দেখতে দেখতে হই আত্তহারা।


বিধি এই সুন্দর ভুবনে পাঠিয়েছেন আমায়
কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে এ ধরায়,
মাঝে মাঝে মনে হয় সময় খুবই অল্প
ছাড়তে হবে এ ভুবন, এটা তো নয় গল্প।


মনে হয় গ্রহের মাঝে, বিধির প্রিয় এ পৃথিবী
বুঝতেও চাই না, আমি যে এখানে ক্ষণিকের অতিথি।