জীবন ভেসে যায় স্রোতে
সময়ের,
বাঁধা আছে হৃদয় কিছু জাগতিক
নিয়মের।
অষ্টপ্রহর কেটে যায়,দেখা মেলে
যামিনীর,
সমস্ত কোলাহল ঢাকা পড়ে যায়
পৃথিবীর।
দিনকে দিন পরিপূর্ণ হতে থাকে
দেহ,
শুধু নিজেই জানি,আর জানে না
কেহ।
দেহের মাঝে খেলছে এক টুকরা
হৃদয়,
আবেগে হাসে-কাঁদে,পুড়ে পুড়ে তার
ক্ষয়।
ব্যাথায় ব্যাথাতুর হয়ে পরিপূর্ণ হয়
মন,
দৈহিক গঠন,শুধুই অপূর্ণ রয়ে যায়
জীবন।