আবেগী রাত
                এক ফালি চাঁদ
উঁকি দিচ্ছে শিয়রের জানালায়,ছুঁতে চায় হাত।
               জোনাকিরা বেশ
           ছড়িয়েছে আলোর রেশ
আলো-আধারির খেলা,রাতটা যেন না হয় শেষ।
              দখিনা সমীরণ
              মেঘহীন গগণ
গাথি তারা ফুলের মালা,নিভিয়ে লন্ঠন।
             চাঁদ মুখে তোর
             বড় আশা মোর
মেখে দিবো চাঁদের চুমো,যেন না হয় ভোর।
             আবেগী রাত
           এক ফালি চাঁদ
উঁকি দিচ্ছে শিয়রের জানালায়,ছুঁতে চায় হাত।