যদি তুমি হেঁটে যেতে চাও,পেরিয়ে হিজল বন,
কোঁকড়ানো চুলের মতো দূর্বাঘাস হয়ে আলতো করে ছুঁয়ে দিবো তোমার পা।
যদি তুমি কামিনী ফুল দিয়ে চুল,বেণী করে নিজেকে সাজাও,
আমি দখিনা বাতাস হয়ে ফুলের ঘ্রাণ বয়ে বেড়াবো পৃথিবীময়।
যদি তুমি নিজেকে ভালোবাসে সুর্যদিন হও,
শুধু তোমার জন্য,আমি স্বচ্ছাকাশে রোদ্দুর হবো।
যদি তুমি শ্রাবনের জল ধারা হয়ে ঝরতে চাও,
তোমাকে ভালোবেসে আমি হবো স্বরচিত মেঘমালা।
যদি তুমি ভালোবাসার খাতিরে উষ্ণ হতে চাও,
শুধু তোমার জন্যই আমি হবো ভালোবাসার আবেগ।
যদি তুমি ভালোবাসার তরে নিজেকে বিলায়ে দিতে চাও,
বিবেক বোধকে উপেক্ষা করে ভিখেরীর মতো পাতাবো হাত।