রজনীতে সপনে আসো
দিবসে কেন নয়?
সুরে হয় ছন্দ পতন
তালে কেন নয়?
দিবস-রজনীর পার্থক্য তুমি বুঝ?
হৃদয় মাঝে সদা এ কি খোঁজ?


আলোয় তালুতে রাখ তালু
আঁধারে কেন নয়?
বৃষ্টি ছুঁতে হাত বাড়াও
মেঘ কেন নয়?
আঁধার ছাড়া আলোর কিই বা মুল্য?
বৃষ্টি কি মেঘের সমতুল্য?


হাসির মাঝে খোঁজ ভালোবাসা
কান্নায় কেন নয়?
জোয়ারে পাশে থাকো তুমি
ভাটায় কেন নয়?
হাসি-কান্না মিলেই জীবন,জানো?
দুজনই সহোদর এটা তো মানো?


স্রোতের সাথে কথা বল তুমি
নদীর সাথে কেন নয়?
মধু তোমার প্রিয়
মৌ্মাছি কেন নয়?
নদীর বুক কিসে দগ্ধ?
স্রোত কি নয় অবিচ্ছেদ্দ অঙ্গ?