আলোকে বলেছিলাম-সমস্ত অন্ধকার
তন্ন তন্ন করে তোমায় খুঁজতে,
সে তোমার কাছে পৌছাতেই পারেনি।


মেঘকে বলেছিলাম-আকাশের প্রতিটি
স্তরে স্তরে তোমায় খুঁজতে,
না পেয়ে তোমায়,সে বৃষ্টি হয়ে ঝড়লো।


চাঁদকে বলেছিলাম-তুই আমার
একমাত্র দুঃখের সাথী,খুঁজে দে না তাঁরে,
তোমায় খুঁজতে সে জোছনা ছড়ালো
প্রতি রাতেই,তবুও পেলো না তোমায়।


সাগরের ঢেউকে বলেছিলাম-
খুঁজে দিতে তোমায়,সেও পারেনি,
লজ্জায় জোয়ার হয়ে আঁছড়ে পড়লো কিনারায়।


মৌ্মাছিকে বলেছিলাম-প্রতিটি ফুলে ফুলে
ঘুরে খুঁজে দিতে তোমায়,
সেও ব্যার্থ,না পেরে এক ফোঁটা মধু এনে দিলো
ফেলে দিলাম,
তোমার স্বাদ কি মধুতে মেটে?