পাখির ঠোকরের মতো
খাবার খাই এখন,
পেট ভরে না কিছুতেই
তৃপ্তির ঢেকুর তুলতে ক্ষমতা চাই।
ক্ষমতা চাই, ক্ষমতা চাই
আমার শুধুই ক্ষমতা চাই।
জনগন পড়ে থাক দাবানলে
মুখ হয়ে যাক মূক,
কানের নেটওয়ার্ক চলে যাক
চোখগুলো খসে পড়ুক,
কি এসে যায় তাতে
আমার শুধুই ক্ষমতা চাই।
অন্যায়ের নিচে চাপা দেই
ন্যায়-নীতি আর সততা,
হৃদয়ের অতল গহীনে
কবর দিয়েছি আমি নিষ্ঠাকে।
আমি জনতার ভালোবাসা
চাই না,শুধুই ক্ষমতা চাই।