তোমার কথার
তোমার টোলাভ হাসির,
তোমার মায়াবী দৃষ্টির
নির্যাস বড়ই সুস্বাদু।
তোমার এলোচুলে
ঢাকা উদাসি অবয়ব,
তোমার ভেজা চুলের
গন্ধ,হার মানায় কামিনীকেও।


উদাস হয়ে যখন তাকাও
ঐ আকাশ পানে,
তোমার রুপের প্রশংসায়
চাঁদ তার জোছনাকে
ম্লান করে দেয় অকাতরে।


তোমার চোখাকাশের
সন্ধ্যা তারা উপভোগ করতে
পৃথিবীও তার সমস্ত আলোকে
আঁধারের গর্ভে বিলীন করে দেয়,
আর আমি নিজেকে
খুজি ঐ সন্ধ্যা তারায়।


তোমার চোখের জোছনায়
মন ভাসিয়ে গান ধরি,
আমার সুরে ঝিঝি পোকারাও
সুর মেলায়।
গান শুনতে জোনাকীরা
দিক বিদিক থেকে ছুটে
আসে আলো জালিয়ে,
সে কি অপূর্ব দৃশ্য!


তোমারও বুঝি ইচ্ছে হচ্ছে
গান শোনার,তাই না?
তোমারেও শোনাই--
দেহকাশে আছে একটিই মন
সেই মনের মাঝেই তুমি প্রিয়জন।