রাত্রির কালো অন্ধকারকে
সাথী করে ছুটে চলেছি,
পথিমধ্যে হঠাৎ থেমে যাই।
চারপাশে থাকা কিছু
ঝিঝি পোকা অভয় দেয়,
এগিয়ে যাও অকপটে।


এক পা,দু পা করে সামনে যাই,
দেখি আঁধার ছাড়া কিছুই নাই।
ঝিঝি পোকারা জেগেই থাকে
ঘুমহীন,দ্ব্যর্থহীন ভাবে সাহস জোগায়,
চুপি চুপি কানে এসে বলে—
যাও এগিয়ে,ভেঙ্গে ফেলো
আঁধারের দেয়াল,ধন্য কর জীবন।