বেদনার নাভীমূল ছিন্ন করে
বের হয়ে এসেছি আমি,
তবুও বেদনায় ভরপুর জীবন।
বেদনার রক্ত যে জীবনে
বহমান,সে জীবনে সুখ কোথায়?


সুখ,সে তো সূর্যাস্তের লাল আভা,
সুখ,সে তো সন্ধ্যাতারা,
রাত্রি গভীর হলেই আকাশের
গর্ভে বিলীন হয়ে যায়।