ধ্বংস,মৃত্যু,সন্ত্রাস আমরা কেউ কি চাই?
তবু,মনে মনে কাউকে দেখি
খুশী হতে প্রায়ই
ভিন্ন মতের মানুষেরা হয় অসহায়
বিপদের শিকার বিকারগ্রস্থ এমন
মানুষগুলো নিজের ভুল কখনও করেনা স্বীকার ।  
চিকার,সুঁচোর মত পঁচা গন্ধ লেগে থাকে
এইসব মানুষের প্রতিটি কথায়, লেখায়...
পৃথিবী বিধ্বংসী নাগাসাকি-হিরোশিমা খেকো
অসভ্য অস্ত্রগুলি আজ কাদের করায়ত্ত্বে?
মানবতার ধুঁয়া তুলে অবলীলায়
নির্দ্বিধায়
নির্বিচারে
অসংখ্য নারী শিশু বধ করে,
কারা?
কারা?
কারা,নীরবে-স্বরবে সমর্থন
দিয়ে যায় এদের?নিঃসংকোচে বন্ধু
বলবে কী সত্য?
নাকি,তুমিও এক চোখা দাজ্জাল
আর আধা অন্ধ?