ধর্ম এক অসীমের বিজ্ঞান
সে থাকে কেবলি অসীম বিশ্বাসের প্রাণে..
মাপতে যেও না তাকে কখনো নিজেদের
কুটিলতা হিংসা আর সর্বপরি
সসীমের জ্ঞানে.......
সসীম দিয়ে অসীমের বাখ্যা দিতে চাও?
সসীম জ্ঞান নিয়ে আবার মুক্তিও চাও?
যদি মুক্তি চাও......
মিলে যাও যেখানে আছে চিরমুক্তি অসীমের ঢেউ!
সবজান্তা শমসের আমি নই বরং ভাবে কেউ কেউ!
আমি কোন সসীম মতবাদে বিশ্বাসী নই!
মানুষের মতবাদে আমি তাই বিশ্বাসী নই!
সসীম মানে তো এক আবদ্ধতা সসীম মানে তো
এক মৃত্যুর খাঁচা!
অসীম মানে তো এক মুক্তি এক অনন্ত বাঁচা!
আমি অসীমের পূজা করি আমি আমার আমিত্ব
খুলে অসীমের পায়ে রেখে দেই
আমি অসীম থেকে বিন্দু বিন্দু তুলে নেই
আমি বিন্দু বিন্দু এগিয়ে যেতে চাই অসীমের
দিকে আমার এ এক অবিরত অনন্ত যাত্রা!
তবু আমার ছিলো থাকবে আছে এক মাত্রা!
আমি নিজেকে সসীম স্বীকার করে নেই!
আমি নিজেকে দূর্বল স্বীকার করে নেই!
আমি জানি আমরা যা জেনেছি তা অতি সামান্য সীমিত সসীম বরং
এখনো যে সব জানতে পারি নাই যা অজানা তার সীমানা নাই যা
মাপতে পারিনা যা দেখাতে পারি না যা বোঝাতে পারি না যা অসীম
যা অসংজ্ঞায়িত তাঁকে তোমার সসীমতা দিয়ে বাখ্যা করতে এসো না
বরং কোন প্রশ্ন ছাড়াই তাঁকে মেনে নাও তিনি অসীম!!!
আমার প্রভূকে কোন রূপ আকার দিতে যেও না কোন
খাঁচায় মূর্তিমান কোরোনা
তিনি মুক্ত সসীমতা থেকে তিনি পবিত্র একমাত্র স্বাধীন
অভাবহীন তিনি তুলনাহীন তিনি এক নিরাকার তিনি অসীম...!!!...!!...!...