আমি রাত জেগে বসে থাকি
অপেক্ষায় ওৎ পাতি চোরের মতো
নিভৃতে নিস্তব্ধ সব রাতে
যখন ঘুমিয়ে যায় টিকটিকি
গর্তের ইদুর জংলী শিয়াল
পিতরাজ গাছে বাসা বাঁধা সবগুলো পাখি
হাড় জিরজিরে অসুস্থ সেই কুকুর  
ক্লান্তি আর ঘুমকে দমাতে
পারে নাই ক্ষত
ছট্ ফট্ করে তাই
শেষে ঘুমিয়ে যায়
শিমুর আহত বিড়াল ছানা;
আমি শুধু এক চাটুকার
চোখে ঘুম ফেলে অশ্রুকে শান দিয়ে যাই
অবিরত আহত আশেকের মতো
হাঁটু গেরে করজোড়ে চাটু মেরে যাই
আলিশান বাদশার দরবারে
একটু পদোন্নতির আশায় ঐ পাড়ে
পরপারে একটু অনুগ্রহ যদি পাই
তারই আশায়
মনের ভেতর থেকে হৃদয় ছেনে
তুলে আনি তেল আর তেল মারি আমি
ফেল যেন না করি সেই দুনিয়ায়
যখন কেউ কারো নয়
কেউ কারো নয় ...
হ্যা আমি তেলবাজ
আমি চাটুকার হবো
চাটুকার হতে আমি একটুও
লজ্জিত নই!  
প্রভূর দেয়া নেয়ামত খেয়ে
তাঁরই দেয়া কন্ঠনালী বেয়ে
পৃথিবীর যত ভাষা আছে
সব শব্দ ভান্ডার থেকে চুরি করে
একে একে জড়ো করে সব শব্দ
হাঁটু গেরে
শুধু তাঁকে চাটু মেরে যাবো
তেল মেরে যাবো ..
পৃথিবীর কারো তেল চুরি করতে নয়
পৃথিবীর কোন মানুষের হক মারতে নয়
পৃথিবীর কোন ক্ষমতাবতীর পায়ে পড়তে নয়
পৃথিবীর কাউকে খুশি করতে নয়
নিছক প্রভূকে ভালোবেসে আমি হবো চাটুকার!