কবিতারা সুখে নেই
ওদের প্রতিদিন বলাৎকার করা হয় কী নিঃঠুর ঢঙে
চিপে চিপে নিংড়ে নেয় ওদের রক্ত..
কপোট হাতে মুচড়ে মুচড়ে ভেজা কাপড় থেকে
যেভাবে যতটুকু সাধ্যে কুলায় তার চেয়ে বেশি দমে
ওদের পিষে ফেলা হয় জবরদস্তির বেহায়া রোলারে
গড়িয়ে গড়িয়ে দলা পাকিয়ে যেভাবে রুটি বেলা হয়
যে ভাবে নারকোলের খোল থেকে মাংস কোঁড়ানো হয়
যেভাবে আখ থেকে রস খেয়ে থ্যাতলানো ছোবরাগুলো
ছুড়ে দেয়া হয় পথের উপর তারপর গাড়ীর চাকার নিচে
দ্বিতীয় তৃতীয় চতুর্থ….অসংখ্যবার পেষা হয় নেশা হয়
কবিতাগুলোকে ধর্ষন করা হয় খসখসে লম্পট ভাবনায়
কবিতার অসহায় শব্দমালা আজ মিথ্যার মূর্তি থেকে
বেড়িয়ে মুক্ত আকাশের নীলে উড়তে চায় ঘুরতে চায় স্ফূর্তি চায়….