ক্যালেন্ডারে একটি একটি করে গোল অথবা অন্য
কোনো দাগ দিয়ে রাখি….
কিন্তু প্রতিদিন অসংখ্য অবতারেরা নেমে আসে
তাদের সংখ্যা গুণে রাখার মতন নতুন কোনো
ক্যালেন্ডার তৈরী করি প্রহরে প্রহরের হিসেব গুলি
প্রতিটি নিমেষের আঘাত প্রতিটি তীর প্রক্ষেপণের
সময় ধনুকের বেঁকে যাওয়া কোন যখন কেঁপে
ওঠে প্রতিটা পল চোখের ডানায় রেখে দেই দাগ!
একেকটি পাঁপড়ি ঝরে যাবার আগেই একেকটি
অশ্রু ফোঁটা হয়ে নেমে আসার আগেই মাটিতে
দাগ দিয়ে দিয়ে রাখি সপ্তাহ শেষে জমা রাখি
জীবনের ভেতর বছরের ভেতর মাসের ভেতর
মাছের মত ডুবে থাকি প্রভূর অনন্ত ভালোবাসার
ভিতর বাতাসের ভিতর ডুবে থাকি অদ্ভূুুুত আমি!
তবু অস্বীকার করি তবু প্রশ্ন করি তবু উত্তর খুঁজি!
তবু ওদের চিৎকার শুনি প্রতিদিন অকথ্য প্রেষণা
নিয়ে নেমে আসে মিথ্যারা কি জানি কি সুখ পায়!
সত্যকে চিরদিন ওরা শুধু খুবলে খুবলে খায়…..