এখানে আমার অনেক পুরনো গল্প আছে
মেঘের মিনার জ্বলছে আকাশের পাশে
নীল ছুঁয়ে ছুঁয়ে আমার কবিতার ঘুড়ি
উড়িয়েছি কতদিন শ্বেত পায়রার মতন
জীবনের ঘ্রাণ প্রাণ পেয়েছিল কবিতার কাছে
কত দিন প্রশ্ন করেও খুঁজিনি কোন উত্তর হাসে
উত্তর আসে কোন উদাসি কবির কলম বেয়ে
হঠাৎ রক্ত মাখা উত্তর আসে আমাকে নির্বাক করে
নিভৃতে চলে যায় সেই কবি না ফেরার দেশে...
এখানে আমার অনেক পুরনো গল্প আছে
এখানে আমার অনেক পুরনো বন্ধুরা আছে
অনেকের মুখ দেখিনি কোনদিন তবু তাকে নিয়ে
কবিতা লিখি স্বপ্নে দেখা হয় কথা হয় ভালোবাসা হয়
ভালোবাসা দিয়ে তাদের স্মৃতির কবিতা ঘেরা এ দেশে
কোন এক কবিতার মত পাখি ডাকা ভোরে আযান ভেসে
আসবে কানে প্রিয়তম প্রিয় প্রভুর ডাকে চলে যাব হেসে...।