চিরদিনই ক্ষমতার বল
প্রতাপশালীর দখল
আর বন্দুকের নল
তাক করে থাকে মজলুম
মানুষের দিকে ।


কোথাও যেন একটুও
ঠাঁই নেই এ জমিনে
কি ঐ অন্তরীক্ষে ।


মার খেয়ে হাসিমুখে
ফিরে যায় অরক্ষিত ঘরে
কাউকে বলে না কিছু
হজম করে সে শুধু
জালিমের ডরে ।


মার খেতে খেতে হাড়গুলো
এদের হয়ে গেছে গুড়ো
সকলেই পোষ মেনে গেছে
নারী পুরুষ আর ছেলে বুড়ো ।


কৃতদাসের চেয়েও
এরা আজ পরাধীন
হয়ে গেছে পশুর চেয়েও
নির্বোধ জ্ঞানহীন ।


স্বৈরাচারের খেলার পুতুল
যেমনে নাচায় তেমনে নাচে
একটুও যে হয়নারে ভুল
যেন প্রানটা না যায় পাছে ।

কি খুশি আজ শাসক দলে
ছলে বলে আর কৌশলে
চিরস্থায়ী গদি !
এমন করেই জুলুমতণ্ত্র
কায়েম হ্য়রে যদি !