কবি হয়ে জন্ম নেয় না কেউই
আছাড় খেতে খেতে একদিন
দাড়িয়ে যায় শিশু
না বুঝে কিছু
মুখে পুড়ে দেয় আগুন
নিজের বিষ্ঠাও বাদ যায়না
হয়ত কারো ।
কত কান্ড আরো !
তবু বুকে তুলে নিয়ে প্রিয়তম
মাতা পিতা
কিংবা বড় বোন ভাই
চুমু খায় আর ভুল শুধরায় ...
তেমনি হে কবি,তোমরা যারা
এ পথে আমাদের অগ্রজ
মাতা পিতা
অথবা বড় ভাই বোন
তোমরা আমাদের শিক্ষকসম ।
হে জ্ঞানীগুণী,
আমরা নির্বোধ,
শিশু কবির অনুরোধ
এ পথে হোঁচট খেলে
হাত ধরে দিও তুলে
আমরা থাকব চিরঋণী ।