ভাঙা চূড়ি ম্যাচের খোল
মদের বোতল
পোঁড়া সিগারেট ছেঁড়া জামা
মাটিতে টানা হেঁচড়ার দাগ
ভাগারে হাড্ডিসার শিশু
আবর্জনার স্তুপে আজ স্বাধীন
কাক কুকুর ও শুঁকর
একসাথে বাঁধা ।
আরো কত দূরে তুমি
হে স্বাধীনতা!
বলো আরো কতদূরে
এখন ও থকথকে ক্ষত নিত্য
গড়ে; ঘরে ঘরে মানবতা পুঁড়ে
পড়ে আছে অবশিষ্ট বিষাক্ত
গনতন্ত্রের ছাইয়ের গাদা;
আরো কত দূরে তুমি
হে স্বাধীনতা!
আরো কত খালি বুক চাও মায়ের
কত অশ্রুর বান কত শশ্মাণ লাশ
কত বোনের ভাইয়ের?
আরো কত একাত্তরে ঝাঁপিয়ে পড়বে
এই জনতা?
কোথায় তোমার জানবাজ যোদ্ধারা
কোথায় মরে গেছে গুণী বোদ্ধারা
শুনি কিসের বিজয়?
এখনো প্রতিদিন মানুষকে স্বাধীনতার
অর্ডারে রাস্তায় পার্কে বর্ডারে
এমনকি নিরাপদে নিজ ঘরে
জীবন দিতে হয়!
এই কি তবে স্বাধীনতা?
এই কি তিরিশ লাখের বিজয়
গাথা??
আরো কত দূরে তুমি
হে স্বাধীনতা???