দিন রাত খুঁড়ে খুঁড়ে
বুকের ভেতরে ভাল করে
খুজে দেখি গোপনে সন্তর্পনে
আমার সুখবোধ পাপবোধ
নির্বোধ জীবনের দর্শনে দর্পনে ।
আমার প্রাণ অর্পনে
যদি রাজি খুশি হন প্রভূ
তবু শান্তি পাব তবু;
কুয়াশায় কবুতরের ডানা
গাং শালিক শঙ্খ চিলের পাখনা
লাগে অজানা অচেনা
তবু পচেনা দিদৃক্ষারা মরেনা
থেকে যায় অশোধীত জীবনের দেনা।
কে না চায় কে না?
মুছে ফেলতে অবসাদে বিস্বাদে
ভ্রান্তির ক্লান্তির স্বেদ গ্রন্থির
নোনতা ফেনা!
এ পৃথিবীর সব দুঃস্বপ্ন ভাঙেনা
বার বার ফিরে ফিরে আসে
ফরিঙের মত ঘাসে
আসে দুষিত প্রশ্বাসে;
তবু আমি শেষ নিঃশ্বাসে
নিঃশেষে প্রভূকে ভালবেসে
চলে যেতে পারি যেন
শেষ গন্তব্যের দেশে
খোদাভীরু গোলামের বেশে ।