ইউক্লিডের তের খন্ডের এলিমেন্টস
তখন ফাটাফাটি!
সম্রাট টলেমীর সাত লক্ষ গ্রন্থের পাঠাগারে প্লেটোর হাটাহাটি
বিস্ময় বালক গাউসের ধ্যান
আর অধুনা রীম্যান
কোথাও অবিশ্বাসের ঠাঁই নেই;
স্বতঃসিদ্ধকে সরানোর উপায় নেই।
সবখানে বিশ্বাসের ভিত্তিতেই
দাঁড়িয়ে ছিল প্রতীতি
এখনও দাঁড়িয়ে আছে বিশ্বাসের জ্যামিতি!
তার উপরেই দাড়িয়ে আছে
দৃষ্টিনন্দন বহুতল ভবন।
ব্রীজ কালভার্ট আকাশচুম্বী স্বপন।
ধার্মিকের অন্তরেও স্রষ্টার স্বতঃসিদ্ধ
তারই বিশ্বাসে প্রেমে ঋদ্ধ
কেউ কেউ তাকেই করতে চায় প্রশ্নবিদ্ধ?
ভাঙতে চায় অনাদিকালের
পবিত্র আচার সংষ্কৃতী বন্ধন বাঁচার!
খোঁড়া যুক্তি খাড়া করে
মিথ্যাকে ভাড়া করে
সসীমতার সুত্রে অসীমকে
নির্বোধ তাড়া করে!
কাহাতক যাবেরে অসূর?
আমি হতবুদ্ধি হই কিংকর্তব্যবিমূঢ়!!