যতই দাঁত কেলিয়ে বলে ওঠো
যতই কৃত্তিমতার পেছনে ছোটো
দেখবে প্রকৃতীর ঢাউস এক থাপ্পর
পড়ে গেছে তোমার জেদের ঘাড়ে
বলবে আহারে আগেই ভাল ছিল!
থেমে যাবে বাক্ বাকুম্ বকর বকর
আলগোছে বলে উঠবে এমনি
"দাও হে অরণ্য চাইনা এ নগর"।
প্রতিদিন যতই চেঁছে ফেলো শুশ্রু
তুমি হা করে দেখবে আশ্চর্যের অশ্রু
আবার মাথা তুলে জেগে ওঠে ঠিকই
ঘুমের বিরুদ্ধে কতক্ষন চলবে জিহাদ?
হে ক্ষুদে,
একসময় শরীর ঢুলে পড়বে চক্ষু মুদে!
চলে যাও মহাকাশের অন্য গ্রহে বুধে
শুক্রে শনিতে ঘাটি গারো
অথবা আরো দূরের কোন ছায়াপথে
ঘুরে ঘুরে মরো;আছে যত সময়!!
কোথাও স্রষ্টার রাজ্যের সীমানার বাইরেতো নয়!??