বসন্ত বরণ ছড়িয়ে পড়েছে
গো বসন্তের মতো;সুন্দরের ভেতর
দেখি পাপিষ্ঠ জীবাণু করে ঘোরাফেরা; আড়মোরা ভেঙে বেড়িয়ে আসে নষ্ট দাঁতাল কুকুর।
ইজ্জত খেকো বন্য শিয়ালেরা যোগ দেয়; বাসন্তিকায় উত্তাপ বাড়ে।
ভুলিয়ে ভালিয়ে কামড়ে খায় ষোড়শীর হলুদ শাড়ী;
কাড়ি কাড়ি টাকা ওড়ায় শরীর কেনে ভোগ করে লালপেড়ে কিশোরীর দেহ। কেহ নাই দেখিবার কেহ!!
আমি মৌলবাদী হয়ে যাব ভেবে
বিড়ালের মত নিশ্চুপ; লুকানো ভেকে ভরা কূপ,চুপ!চুপ!!
মেরুদন্ড ভাঙা বিলাসী শরীর
ধোপে টেকেনা বগলে বসন্ত বড়ি!
আহা মরি! কি সুন্দর রূপ!!!!
পবিত্র ফুল গুলো নষ্টের হাতে
কষ্টের সাথে বলি ভাই;
নিজের খেয়ে বলার কিছু আজ নাই!!
করার কিছুই যে নাই!!!!!!??