আমি পই পই করে খুঁজি
তোমাদের কবিতার ভেতর জোৎস্নার পাঁপড়ি চাঁদের ফুল আমার প্রিয়ার দুল;
ভুল করে ঘুমে' যাই তোমাদের ছন্দের ভেতর ভুলে।
তোমাদের কবিতার অলংকারের ফসিল হয়ে জেগে রব চিরকাল
কোন এক যাদুঘরের দেয়ালে ঝুলে।
মাটির সোঁদা গন্ধের মত কবিতার শব্দের গন্ধ হয়ে মিশে যাব পান্ডুলিপির মূলে।
কালি হবো কবি তোমার কলমের দেহে।
আমার রক্তকণা ছড়িয়ে পড়বে তোমাদের কবিতার ভেতর।
তোমাদের হাতের তর্জনি হবো মধ্যেমা আর বৃদ্ধাঙ্গুলি;
কবিতার ছবি হবো অংকনের তুলি।
তোমাদের ভাবনার বোধ হবো কল্পনার রঙিন কলি;
তোমাদের স্বপ্ন হয়ে কাব্যে মিশে যাব চিরদিন আমি কেবলি।
তোমাদের কবিতার ভেতর এইভাবে আমি বেঁচে র'বো;
প্রতি পয়ারে পঙতিতে শব্দ হয়ে চিরকাল আমি কথা ক'বো।