চোখ দুটো ধুয়ে নেই দুনিয়ার জলে যেই মুছে নেই যত বারে বারে
আগের মতই দেখি চশমাটা ঝাঁপসা তো দিন দিন শুধুই যে বাড়ে !
চোখ তো অন্ধ জানি প্রভূ যদি আলো দানি নাহি তিনি দয়া করে..!!
দয়া যদি নাহি মাগি নিজে নিজে পেয়ে যাবি ভাবলে মরবো আঁধারে..!
জগতের যত আলো জ্ঞাণী গুণী যত পেলো এমনকি সব বস্তুর কণায়
সব কিছু ভেঙে দেখি জ্বলে তাঁরই রোশনাই জ্বলে নূর তাঁরই ইচ্ছায়!
জোড়া জোড়া সৃষ্টিতে দেখি মোরা দৃষ্টিতে আরো যত দেখা হয় নাই
সকলে তাঁহারে চেনে তাঁহারে হৃদয়ে মানে ইচ্ছায় অথবা অনিচ্ছায়
সব কিছু ফিরে যাবে ঐ মাবুদেরই কাছে সকলই যে স্রষ্টার খাঁচায়..
নেই কোন শক্তি যে দিবে মোরে মুক্তি সে যদি কভূ নাহি তিনি চায়
নেই কা'রো ক্ষমতা আনবে সমতা তিনি না চাইলে আর কে বাঁচায়.?