প্রায়ই এক ক্ষীণ স্বর কানে বাজে
ফিরে দেখি শুধু পদধূলি
কেউ কি রয়ে গেছে পেছনে,
নিঃসঙ্গ, একাকী, সাহায্য-প্রার্থী?
ধীরে ধীরে জানলাম একদিন
সে স্বর, অন্তরাত্মার প্রতিধ্বনি।
প্রফুলিত মনে স্বস্তির হাসি
কেউ তো আছে আমার কাছে,
একান্তই আপন
ক্রমবর্ধমান বার্ধক্যের সাথী
ঠিক যেমন অর্জুনের রথের সারথির মত
একজন দক্ষ সারথি।
কানপেতে শুনেছি তার উপস্থিতি
কিন্তু দেখিনি তারে কোন দিনই
শৈশব থেকে বার্ধক্যের লম্বা সফরে
সে আমার নিত্য সাথী
তার দিশা নির্দেশেই নির্ভীগ্নে এগিয়ে চলেছি
নিরন্তর বাধাহীন জীবনের পথে।