বসন্তের রঙ যদি ঠিকমতো লাগে মনে
কেটে যায় মনের দহন একে একে
জীবনের ফেলে আসা অতীত
কাঁচের চেয়েও স্বচ্ছ লাগে।


এক টানেই জীবনের সব রঙ আজ বর্ণহীন
বাহিরে গতিমান জগৎ, ভেতরে অদ্ভূত স্তব্ধতা
ভালো থাকিস!!
তৎক্ষণাৎ শিহরণ খেলে যায় সারা শরীরে
কথাটা যেন শোনারই অপেক্ষায় ছিল হৃদয়।


অস্পষ্ট কিছু ছবি চোখের সামনে ভাসছিল
অপরিণত বয়সের ভুল,গা ঢাকা দিয়েছিল
শহরের কোন এক অনামী গলিপথে
কাঁটাতারের বেড়া টপকে এখন বেপরোয়া দুর্নিবার।


বাঁধভাঙা স্রোত এখন পাগলাঝোরা
একটানা বৃষ্টিতে থৈ থৈ জল মন গাঙে
মনের দহনে থমকে দাঁড়িয়ে প্রণয়ের প্রেক্ষাপট।


অদৃশ্য জিয়ন কাঠির স্পর্শে,
ভাগ্যটা যদি সত্যি সত্যি বদলে যেত
অনুভূতির মাপকাঠি দিয়ে যদি পরিমাপ করা যেত
অন্তহীন ভালোবাসার ছোঁয়া থেকে বঞ্চিত মন।