গালে লেপ্টে আবিরের দাগ, হলুদ না লাল?
পিসামুখো দক্ষিণের জানালাটা ফ্যালফ্যাল করে চেয়ে আছে
হয়তো কিছু পড়েছে মনে,
আঁকড়ে ধরা,পুরোনো দিনের ফষ্টি নষ্টি!
ইদানিং কাঁধের পুরোনো ব্যাথাটাও খুঁচিয়ে উঠেছে
বড্ড ব্যাথা করে আজকাল।
জীর্ণ সেতুর রেলিংয়ে মরচের ছাপ
আর লোভী জীবনের মোহহীন ধোঁয়া,
বড্ড বিটকিলে!অযথা কুৎসিত হাসে ।
অভিজাত নিদ্রার চিরাচরিত অভ্যাস
তৎসহ কিঞ্চিত কিছু লাভের আশায়
অনায়াসেই বেদখল হয়ে যায় মনের ফিরিস্তি
পেছনে রয়ে যায় শৈশবের চেনা রোদ্দুর........।
যারে ধরতে চেয়েছি নিরন্তর ।।