হাজারখানেক পদ্মফুলের নৈবদ্যের সাজানো থালিখানি
অযত্নে পড়ে মন্দিরের কোণে
পাশে কিছু ঝিঁঝিঁ পোকা আর নীল-মাছির দল
অদৃশ্য বাঁকে ঘুরপাক খাচ্ছে জীবনের ঝুঁকি
অধিষ্ঠিত দেবতা নিরুত্তর
ভক্তদের হা-হুতাশ বেড়েই চলেছে
পূজারীর নিখোঁজ বার্তা দাবানলের আকারে  ছড়িয়েছে
তবে চারণদের বৈতরণী পার করাবে কে?
পাশের ডানদিকের পর্বতশ্রেণীর ঝলমলে চুড়ো
একফালি দুষ্ট রোদ খেলা করছিল মন্দির প্রাঙ্গণে
বিষণ্ণ মানসিকতা ধীরে ধীরে একত্রিত হয়
যুক্তিহীন, বিবেকহীন যার সমস্ত ক্রিয়াকাণ্ড|


কোথায় পূজারী? নিরুদ্দেশ?
নিশ্চিত না,
তবে কি পাপ-গ্রস্তদের কুনজরের শিকার?
কিন্তু দেবতা এখনও নিরুত্তর,
প্রাপ্ত অঞ্জলির হবে কি?
অটল বিশ্বাস ভক্তদের মনে
যথারীতি সঠিক সময়েই ঠিক উৎসর্গ হবে
দেবতার ভোগ।