ধিকধিক করে চোখের মাঝে নিরন্তর
অকারণে জ্বলছে যে প্রতিশোধের আগুন  
সে আগুনে ভস্ম হয়েছে চিরকাল শুধুই অহংকারের বাসর
চূর্ণ বিচূর্ণ হয়েছে দর্পের নিষ্ঠুর অট্টালিকা।


অবুঝ তুমি, চল শোনায় তোমায়  
এক অতি সাধারণ চিরসত্যের অমর বানী
একটি উপায় বলি শুনবে তো?
ভেবে দেখ।  


ভালবাসার যে বাদল ছেয়েছে আসমানে
হয়তো এখনই ঝরবে অঝোরে বৃষ্টি রূপে
ঝরঝর করে নেমে আসবে শান্তির ফোঁটা
প্রসারিত আঁজলায় ভরে নাও সে শান্তির-ধারা    
এক ফোঁটা ভালবাসার বৃষ্টির কোমল ছোঁয়ায়
শীতল কর চোখের মাঝের প্রজ্জলিত অগ্নিশিখা
আর এ জীবন হোক শুধুই ভালোবাসার আকর।