মোনালিসার নীরব চাহনিতে
শতাব্দী পুরোনো ব্যাথা!
তারও ইচ্ছে করে, ক্যানভাসের মায়া ত্যাগ করে
একটু স্বাধীনভাবে নিশ্বাস নিতে।
শিল্পীর কম্পিত হাতে নিরাশার ছাপ
তার তুলির ছোয়ায় বেমানান সব রঙ,
পুরোনো দিনের ফিরিস্তি, ফেটে পড়ে বক্র হাসিতে
মগজের বার্ধক্য আশির কোঠা পেরিয়ে গেছে সেই কবেই
নতুন চিন্তাভাবনার আর দেখা নেই।
ক্যালেন্ডারের পাশের খালি জায়গাটি
এখনও খাঁ খাঁ করে সঙ্গীর অভাবে,
কিছু পুরোনো নথি ঘেঁটে
উদ্ধার হয়েছে ভাবনার নতুন নতুন পথ
তবে গ্রহণযোগ্য কিনা প্রশ্ন থেকেই যায়!
অসহায় লাগে সৃষ্টির বিবশতাই
একাকীত্বর দায় কি শুধু মোনালিসার একার?