জীবন কি?
সময়ের সাদা কাগজের দিস্তায় লেখা এক কাহানী।
সময় কি?
এক এক ক্ষণের সুখ,দুঃখ,হাসি, কান্না, বেদনা,খুশি,হার, জিত,মেলামেশা,
হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া ইত্যাদির প্রতি নিয়ত বাঁচার হিসাব।
ক্ষণ কি?
সে এক অমূল্য ধন, যা চোখ-কান খোলা রেখে এক এক করে জমা করলেই জীবন।
আর যদি আলসেমিতে শুয়ে-বসে নষ্ট হয়ে যায় তবে এক স্বপ্ন।