বিভোর ঘুমে আচ্ছন্ন শৈশব
বুকে নিয়ে কলঙ্কিত ইতিহাস
ইচ্ছের লাটিম ঘুরপাক খায়।
শীত কাঁপুনি সন্ধ্যে শিয়রে
গোধূলির আলোয় কালো মুখখানি
শুষে নেয় ঠোঁটের সমস্ত শুষ্কতা।
কলাপাতার মসৃণ গা বেয়ে
বয়ে যায় বিমুগ্ধ কাল*
প্রতিনিয়ত শুনি একই মড়াকান্না
রূদালির প্রস্তুতি হয়তো অন্তিম লগ্নে।
বৃষ্টি স্নাত রাতের আকাশে
উঁকি দেয় গুটি কয়েক তারা
চুপিচুপি শোন,বাঁশঝাড়ের মিটি-হাঁসি
ঝোপের আড়ালে লুকিয়ে একদল হায়েনা
হয়তো এখুনিই যেন ঝাঁপিয়ে পড়ে।
বহুদর্শী বটগাছ আড়মোড়া ভাঙে
অঘোর ঘুমে আচ্ছন্ন আলোকবর্তিকা
ঢেঁকির সুরে এখন আর ঘুম ভাঙে না।


যৌবনের মর্মর ধ্বনি  রিক্ততায় পরিপূর্ণ
বিন্দু বিন্দু ভাবনার ইতিকথা সন্নিকটে
বিদেয় হবে অভিশপ্ত চাওয়া-পাওয়াগুলো ।।


কাল*  - সময়