একটি নদী, প্রাণবন্ত চঞ্চলা
সুতোর মতো বহে যায়
আসমানের গা ঘেঁষে।


একা একা নই
বসে আছি নিজের সাথে
নির্জন নিরিবিলিতে
মনে মাঝে স্বর্গীয় অনুভুতি।


জীবনের অন্তিম ক্ষণ পর্যন্ত
টেনে গেলাম ঘানি
নিজের দায়িত্ব টুকুও।


অধরা জীবন আর অলীক স্বপ্ন,
এর চক্রবৃহেই ছিন্নবিচ্ছিন্ন
অবুঝ মনের ছোট্ট ছোট্ট খুশি।