অদ্ভুত আঁধার নেমেছে আশেপাশে
তাতে কার কি?
অনেককে চেয়েছিলাম জীবন থেকে বাদ দিতে
কিন্তু পারলাম কি!!
নিজেরই ব্যর্থতা ছাড়া বৈ কি!!
জানি,সমালোচনার ঝড় বয়ে যাবে
কিন্তু নিরুপায়,সবচেয়ে বড় পাওনা যে এখনও অধরা।
জীবনটা শেষ হয়ে এলো
কিন্তু মনে প্রাণে এখনও বেঁচে আছি জিন্দা লাশ হয়ে
তবে একদিন চলে যাবো ঠিকই
আর হয়তো কেউ জন্মাবে না সুস্থ হয়ে
বাঁচবে না কেউ সুখে,শান্তিতে
পড়ে থাকবে শুধু অত্যাচারের কাহিনী
আর কিছু অসহায় হতাশার গাথা
যুগ যুগ ধরে পারবে কি সে যন্ত্রণা সহ্য করতে??
শ্রীকৃষ্ণও পারেনি ভুলতে সেই অষ্টাদশ দিবসের কাহিনী
ধুতরাষ্টের অশ্রুসিক্ত নীরব চাহনি
কিংবা গান্ধারীর বুকফাটা আর্তনাদ।
কে দোষী ছিল ....
"পিতামহ ভীষ্ম না পিপাসু দুর্যোধন
ধুতরাষ্টের অন্ধত্ব না অভিমন্যূর কপট মৃত্যু
নিয়তির দৃষ্টি না দ্রৌপদীর লাঞ্ছনা"
সে তর্কে মোটেও যাচ্ছি না, তবে
ক্ষণে ক্ষণে শুধু ভেসে উঠবে এই রেখে যাওয়ার কাহিনী
কি জবাব দেবে সেদিন??
না নতমস্তকে এক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে
চেয়ে থাকবে বুড়ো আঙুল দুটোর দিকে।।


হয়তো বা আরও একটা মুক্তি যুদ্ধ সন্নিকটে
কি বলে জীবন!!
যাবতীয় মোহের অবসান?
না অন্য কোনও অভিনব রচনার ইঙ্গিত।।