আমি একটি রক্তিম গোলাপ
ফুলদানিতে নেই আজ ঠাঁই
পড়ে আছি নর্দমায় ।


আমি আজ গন্ধহীন,
দেহে নেই কোনও সুবাস
শুকিয়ে আজ অশোভন হয়ে আছি
পাপড়িগুলো থেকে দুর্গন্ধ
আজ আমি অতীত ।


সেদিন তো এরকম ছিল না
ছিলাম সতেজ, তরতাজা ও সুগন্ধিত
আমার গন্ধে সকলে ছিল মোহিত
ছিলাম অনেক আদরের
পেয়েছিলাম প্রেমেরও ছোঁয়া।

আমি আজ সুবাস হারা
একি শুধু আমার  ব্যর্থতা
না প্রকৃতির কঠিন বাস্তব।