ঝর-ঝর ঝরে বৃষ্টিধারা আকাশ থেকে
পাগল মন খুশীতে ডগমগ
সিক্ত মাটির গন্ধে মাতোয়ারা, দিশাহারা এ মন
আজ এই দিশাহারায়, হারাতে
কার একা ভালো লাগে?


ওগো প্রেয়সী, তোমাকে ছাড়া এ ধারায়
শুধু একা হারাতে যে মন অপারগ
এসো, এসো হে সাথী
আজ তুমি আর আমি হারিয়ে যায়
ঝম ঝম বৃষ্টির মাঝে।


বৃষ্টির সাথে সাথে এক দমকা হাওয়া  
উড়িয়ে নিয়ে যাক যেদিকে খুশী
উড়ে যাব সেদিকে দুজনে এক সাথে
পাখা মেলে পাড়ি দেব এক দূর দিগন্তে স্বপ্নের দেশে
সেথা হবে শুধু তুমি আর আমি
আর হবে ঝির ঝির বৃষ্টির ধারা
সে ধারায় ভিজে ভিজে পাগল হব
হারিয়ে যাব এক অচেনা আনন্দের দেশে।